রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ আটক ২
রাজধানীর শ্যামলী স্কয়ার থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২)। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
আজ শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নে (র্যাব-২) কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিন এই তথ্য জানিয়েছেন।
এইচ এম পারভেজ আরেফিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি,কুমিল্লা থেকে একটি বড় চালান ঢাকার হেমায়েতপুর উদ্দেশে আসছে। এরপর আমরা আনুমানিক রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলী স্কয়ার একটি চেকপোস্ট স্থাপন করি।’
পারভেজ আরেফিন বলেন,‘চেকপোস্টে তল্লাশি চলাকালীন হঠাৎ দুজন দ্রুত সিএনজি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদেরকে আমরা ধরতে সক্ষম হই। তাদের কাছ থেকে একটি ব্যাগে পাঁচ হাজার,আরেকটি ব্যাগ হতে ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ১১ হাজার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।’
সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার বলেন, গ্রেপ্তারকৃত দুজন হলেন-কুমিল্লার মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ আনাস।
গ্রেপ্তাকৃতদের দেওয়া তথ্যে জানা যায়,এই ঘটনায় কুমিল্লার হেলাল উদ্দিন জড়িত। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। হেলাল পলাতক আছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছে মোট ৫৫টি প্যাকেট পাওয়া গেছে। প্রতি প্যাকেটে ২০০ পিস করে ইয়াব ছিল বলে জানান র্যাব কর্মকর্তা।