রাজশাহীতে করোনা ও সন্দেহে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শনাক্তের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এটিই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ১২ জন মারা গেছে। এর মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। অপর চারজন সন্দেহভাজন। তবে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে, তারাও করোনা পজিটিভ ছিলেন কিনা। মৃত ১২ জনের মধ্যে সাতজনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মৃত অন্য পাঁচজনের মধ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দুইজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন রয়েছেন।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ২০৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৪ জন করোনা পজিটিভ। বাকিরা আছেন করোনার উপসর্গ নিয়ে। এর মধ্যে আইসিইউতে আছেন ১২ জন। রোগীদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
উল্লেখ্য, সীমান্ত সংলগ্ন জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এরপর থেকেই এ জেলায় করোনার সংক্রমণ বেড়ে গেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।