রাজশাহীতে কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী শাফিউল ইসলামকে। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ রোববার সকালে বাড়ি থেকে দেড়শ গজ দূরে পাওয়া যায় তাঁর মৃতদেহ।
এ ঘটনা রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামের। শাফিউল ইসলাম (২৫) ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, রোববার সকালে বাড়ি থেকে দেড়শ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান জানান, শনিবার রাত ৮টার দিকে আবদুল বারী (৩৫) নামের এলাকার এক ব্যক্তি শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহত শাফিউলের মরদেহের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। পলিথিন দিয়ে তাঁর মাথা পেঁচানো ছিল। গলায় পেঁচানো ছিল রশি।
ওসি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড তা তারা তদন্ত করে দেখছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।