রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরের রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাকে রামগতি থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি একটি মারামারির ঘটনায় রামগতি থানায় মামলা হয়। সেই মামলায় পারভেজ এজাহারভুক্ত আসামি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, একটি মারামারি মামলায় পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে মামলার বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।