রাজশাহীতে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত তরুণীর লাশ
রাজশাহী সিটিহাট সংলগ্ন ডোবায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নগরীর সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশের ডোবায় একটি টিনের ড্রামে লাশটি পড়ে ছিল। আজ সকালের দিকে একজন পথচারী ড্রামের মুখে একটি পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শাহ মখুদম থানার পুলিশ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর পুলিশ ড্রামের ভেতর থেকে তরুণীর লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ওই তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। গলায় পইতা ও ডান হাতে মঙ্গলসূত্র বাঁধা দেখে কেউ কেউ ধারণা করছেন মেয়েটি সনাতন ধর্মের অনুসারী হতে পারে। তবে তাঁর সঠিক পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ডোবা থেকে যখন ড্রামটি তোলে তখন দেখা যায়, মাথা নিচের দিকে ঢোকানোর পর দুই পা দুমড়ে-মুচড়ে লাশটি ড্রামের ভেতর ঢোকানো হয়েছিল। টিনের এই ড্রামের ভেতর লাশের সঙ্গে দুটি বালিশ এবং একটি কাঁথাও রাখা হয়েছিল। গলায় ওড়না প্যাঁচানো ছিল। তরুণীর জিহ্বা বের হয়ে ছিল। লাশে পচন ধরেছে।
ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, ‘মেয়েটির গলায় ওড়না প্যাঁচানো ও জিহ্বা বের হওয়ার কারণে ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।’