রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত দ্বিগুণের বেশি
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে। আজ রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজন মারা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৯ জন।
তবে একই সময়ে বিভাগের করোনার সংক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। রোববার ৯৯২ জনের করোনা শনাক্ত হলেও আগের দিন এই সংখ্যা ছিল ৪২৬ জন। বিভাগের আট জেলার প্রতিটিতেই আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর মধ্যে ভালো খবর হচ্ছে, করোনার বর্তমান যে ডেল্টা ভ্যারিয়েন্ট ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ছড়িয়েছে, সেই জেলায় গত দুদিন থেকে করোনায় কেউ মারা যায়নি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত আটজনের মধ্যে পাঁচজন বগুড়া জেলার। অন্য তিনজনের মধ্যে রাজশাহীর দুইজন ও নওগাঁ জেলার একজন।
বিভাগের আট জেলায় নতুন করে ৯৯২ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজশাহী জেলায় ২৬৯ জন। এ ছাড়া বগুড়া জেলায় ১৯৪ জন, নাটারে ১৭৬ জন, পাবনায় ১৪৭ জন, সিরাজগঞ্জে ৬৬ জন, নওগাঁয় ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৯ জন ও জয়পুরহাটে ৪০ জন। এর আগের দিন এসব জেলায় করোনার রোগী শনাক্ত হয়েছিল রাজশাহীতে ১০০ জন, বগুড়ায় ১১২ জন, নাটারে কেউ শনাক্ত হয়নি, পাবনায় ১১৮ জন, সিরাজগঞ্জে ২৯ জন, নওগাঁয় পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে ৬১ জন ও জয়পুরহাটে মাত্র একজন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে মাত্র একজন করোনা পজিটিভ ছিলেন। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। ১০ জনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। অপর একজনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ হওয়ার পর। এ নিয়ে হাসপাতালটিতে চলতি মাসে করোনা ও উপসর্গ নিয়ে ৬৪ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৭৭ জন নতুন রোগী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছে। করোনা বিশেষায়িত ৪০৫টি শয্যার বিপরীতে রোববার সকাল পর্যন্ত হাসপাতালে ৪৮৫ জন চিকিৎসা নিচ্ছেন।