চুরি হওয়া ৬৩ লাখ টাকার মোবাইল ফোন উদ্ধার, আটক ২
মাহবুব ট্রেডার্সের শোরুম থেকে নগদ এক লাখ ৭০ হাজার টাকাসহ ৬৩ লাখ টাকার স্মার্ট মোবাইল ফোন চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট শহরের জাহানারা প্লাজা থেকে এই চুরির ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার ভোরে সংঘবদ্ধ চোরের দল মাহবুব ট্রেডার্সের শোরুম থেকে নগদ অর্থসহ প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের স্মার্ট মোবাইল ফোনসেট ও বিভিন্ন মালামাল চুরি করে। এরপর পালানোর সময় স্থানীয়রা কবির হোসেন নামে ওই চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দেয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা এলাকা থেকে রিপন নামে ওই চোরচক্রের অপর এক সদস্যকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া নগদ এক লাখ ৭০ হাজার টাকাসহ ১৯৫টি মূল্যবান স্মার্ট মোবাইল ফোনসেট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন কুমিল্লার কোতোয়ালি থানার টমটম ব্রিজ এলাকার কবির হোসেন (৩৪) ও দেবিদ্বার উপজেলার গাংগোনগর গ্রামের মোহাম্মদ রিপন (২৭)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওই চোর চক্রের অন্য সদস্যরা এখনও পলাতক। তাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।