রামগঞ্জে বহিরাগতদের হুমকিতে আতঙ্কিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন খানকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের পদপ্রার্থী শাহনাজ আক্তারের অনুসারী বহিরাগতরা আমিরের প্রচারণায় বাধা দিচ্ছে। তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে ভোটের মাঠে বিভ্রান্তি ছড়াচ্ছে।
আজ রোববার বিকেলে শ্রীরামপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির হোসেন খান এসব অভিযোগ করেন। এ সময় তিনি নির্বিঘ্নে প্রচারণা, সুষ্ঠু নির্বাচন ও ভোটগ্রহণের নিশ্চয়তায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। একইসঙ্গে ভোটকেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোটচলাকালীন প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিলন পাটওয়ারী, ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন ভূঁইয়াসহ অনেকে।
সংবাদ সম্মেলনে আমির হোসেন খান বলেন, ‘নৌকার প্রার্থী শাহনাজ আক্তার জনবিচ্ছিন্ন। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি মেনে নিতে না পেরে তাঁর পক্ষে বহিরাগতরা এসে সভা-সমাবেশ করে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। আমার নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নৌকার প্রার্থী প্রচারণায় আচরণবিধি মানছেন না। পেশিশক্তি দেখানোর পাশাপাশি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছেন। এতে আমিসহ নেতাকর্মী-সমর্থক ও ভোটাররা আতঙ্কে রয়েছে।’
আমির হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রামগঞ্জ উপজেলার ১০টি ইউপি নির্বাচনে ইছাপুর থেকে তিনি বিদ্রোহী প্রার্থী হন। এতে গত ১৬ নভেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।