রামেকের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাত জন করোনা পজিটিভ ছিলেন। অন্য সাত জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আগের দিন এই হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের ২৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী জানান, আজ সোমবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাঁদের সাত জনই রাজশাহীর। অন্যদের মধ্যে পাঁচ জন চাঁপাইনবাবগঞ্জের, একজন নাটোরের এবং অপর জন নওগাঁর। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ জন। হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪৪২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ রোগী ১৯২ জন, সন্দেহভাজন ১৯৪ জন এবং শ্বাসকষ্ট নিয়ে করোনা নেগেটিভ রোগী আছেন ৫৬ জন। মোট রোগীর মধ্যে ৩০৬ জনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার তিন জন, চুয়াডাঙ্গার দুজন, দিনাজপুরের দুজন এবং একজন ঢাকার। সর্বশেষ রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন।
এদিকে, রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৮ দশমিক ১৮ ভাগ।