রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার ৮টা পর্যন্ত করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়। মৃত ১৪ জনের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। অন্য আট জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে মৃত ১৪ জনের মধ্যে সাত জন রাজশাহীর, চার জন নাটোরের, একজন জয়পুরহাটের, একজন সিরাজগঞ্জের এবং একজন পাবনার। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৬ জন। বর্তমানে হাসপাতালের ৪৫৪টি করোনা বেডের বিপরীতে ৫২২ জন রোগী ভর্তি রয়েছে।