রাসায়নিক দিয়ে কাঁচাআম পাকিয়ে বিক্রি, ১০৫০ কেজি আম জব্দ
সামনে আমের মওসুম। এখনও আম পাকার সময় হয়নি। অথচ এরই মধ্যে বাজারে মিলছে পাকা আমের অস্তিত্ব। ঘটনা অনুসন্ধানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে জব্দ করেছে পিকআপভর্তি ১০৫০ কেজি কৃত্রিমভাবে পাকানো আম; যা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।
গতকাল রোববার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নে এসব রাসায়নিক মিশ্রিত আম জব্দ করেছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী।
আজহার আলী বলেন, কাঁচাআম ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে তা রাজধানীসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে; এমন গোপন খবরের ভিত্তিতে নলতা ইউনিয়নে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে যাত্রার উদ্দেশে অপেক্ষমান থাকা পিকআপভর্তি এসব আম জব্দ করা হলেও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। আমের মালিকদের খুঁজে বের করে তাদেরকে অর্থদণ্ডসহ শাস্তির ব্যবস্থা করা হবে।
নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানান, তিনি গোপন সংবাদ পাবার পর ভ্রাম্যমাণ আদালতকে খবর দিলে তারা এসে হাতেনাতে এসব রাসায়নিক মিশ্রিত আম জব্দ করেছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে ক্ষতিকর এসব আম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধ্বংস করার কথা রয়েছে।