রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদল
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যায় বিএনপি। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুস সালাম।
ওই সময় আবদুস সালাম নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, পুলিশ কর্তৃক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে দাখিল করা অভিযোগ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
আবদুস সালাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ সমাবেশ করছে। নির্বাচন কমিশনকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এতে নির্বাচন কমিশন বিষয়ে জনমনে বিরূপ ধারণাই প্রমাণিত হচ্ছে। ফুটপাত ও রাস্তা দখল করে ক্ষমতাসীন দলের নির্বাচনী ক্যাম্প ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদে প্রধান নির্বাচন কমিশনার অঙ্গীকার করলেও ৭২ ঘণ্টা পার হওয়ার পরও উচ্ছেদ তো হয় নাই, বরং বৃদ্ধি পেয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না। গ্রেপ্তার করা হচ্ছে।’ এসব বন্ধে এবং এজেন্ট ও ভোটারদের নিরাপত্তা বিধানে নির্বাচন কমিশনকে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।