রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল ট্রেনের ধাক্কায়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/18/chuadanga_accident.jpg)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে রোববার সকালে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। পুরোনো ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শরীফ হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার সকালে রেললাইন পার হচ্ছিলেন শরীফ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।