রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত
আধিপত্য বিস্তারের জেরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় অস্ত্রধারীরা আরো দুজনকে ঘটনাস্থল থেকে অপহরণ করে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারের জের ধরে রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়নের ক্যানাইজুপাড়া এলাকায় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা একজনকে গুলি করে হত্যা করেছে। এ সময় অস্ত্রধারীরা আরো দুজনকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও অপহৃতদের নাম জানা যায়নি।
নিহত ব্যক্তি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সদস্য বলে জানা গেছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি পাহাড়ের সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টিতে যুক্ত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে রোয়াংছড়িতে আওয়ামী লীগের জামছড়ি ওয়ার্ড কমিটি সভাপতি বাচুনো মারমাকে গুলি করে একইভাবে হত্যা করেছিল অস্ত্রধারী সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত বলে দাবি স্থানীয়দের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, সন্ত্রাসীরা গুলি করে ক্যানাইজুপাড়ায় একজনকে হত্যা করেছে। আরো দুজনকে ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ-সেনাবাহিনী।