লাকসামে এক স্কুলের সব শিক্ষকের করোনা শনাক্ত
কুমিল্লার লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
লাকসামে হঠাৎ করে নভেল করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। ২৪ ঘণ্টায় লাকসামে ২১ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়, যা আগের দিনের তুলনায় তিনগুণ। নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক (আট জন) রয়েছেন। এ ঘটনায় লাকসাম উপজেলা শিক্ষা প্রশাসন পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।