বিজিবির অভিযানে ভারতীয় ৫ চোরাকারবারি আটক
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতীয় পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় আরেক জনকে কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দ করা হয়।
আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় পাঁচ চোরাকারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির এই কর্মকর্তা জানান, কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দোজন দেব বার্মা (৩৫), তমে দেব বার্মা (৩৩) ও বিমল দেব বার্মাকে (৩৬) আটক করা হয়। তাঁদের বাড়ি ভারতের সিপাহীজলার নন্দকুমারপাড়ায়।
এ ছাড়া কসবা এলাকার কালিকাপুর থেকে ভারতীয় নাগরিক বাদশা মিয়াকে আটক করা হয়৷ এই চারজনকে কসবা থানায় এবং বুড়িচংয়ের ফকিরমোড়া এলাকা থেকে ভারতীয় চোরাকারবারি মো. হোসেন মিয়াকে আটক করা হয়। তাঁকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।