লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু
লালমনিরহাটে স্ত্রীসহ মামার বাড়ি বেড়াতে এসে আজ মঙ্গলবার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক নবদম্পতির।
তারা হলেন- রংপুর শহরের বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, আনোয়ারুল ইসলাম তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবের এলাকায় মামা আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে আসেন। সকালে মামার বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তারা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিকেলে ওই নদী থেকে নবদম্পতির লাশ উদ্ধার করেন।