লোকমানের জামিন বাতিল নিয়ে নিয়মিত বেঞ্চে যাওয়ার নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার জামিন বাতিলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়মিত বেঞ্চে করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুদককে এ বিষয়ে নিয়মিত আদালতে (আদালত খোলার পর) যেতে বলেছেন।
যদিও লোকমান লোকমান হোসেন ভূঁইয়া জামিনে মুক্তিতে রয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। লোকমান ভূঁইয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
গত ১৮ মার্চ এ মামলায় মহানগর বিশেষ জজ আদালত লোকমান হোসেন ভূঁইয়ার জামিন দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টের ভার্চুয়াল আদালতে জামিনের বিরুদ্ধে আবেদন করে দুদক।
গণমাধ্যমের খবর অনুয়ায়ী, গত ১৯ মার্চ কারাগার থেকে মুক্তি পেয়েছেন লোকমান ভূঁইয়া।
এর আগে খুরশীদ আলম খান জানিয়েছিলেন, গত বছরের ২৭ অক্টোবর লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক সাইফুল ইসলাম। লোকমান হোসেন ভূঁইয়া অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এরপর ৩ নভেম্বরের এ মামলায় লোকমান ভূঁইয়াকে সাতদিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। তবে এখনো মামলাটি তদন্তাধীন।
গত ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবেও অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর গত ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তাঁর রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে প্রথমে মাদক ও পরে অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়।