শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির পূর্বাভাস
বায়ু দূষণে শীর্ষে থাকা ঢাকায় আজ মঙ্গলবার সকালের বৃষ্টি রাজধানীবাসীর কাছে যেন স্বস্তি হয়ে এসেছে। অফিসযাত্রীরা বৃষ্টিতে ভোগান্তিতে পড়লেও বেশিরভাগ মানুষের জন্য তা স্বস্তির ছিল।
শুধু ঢাকা নয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে আজ মঙ্গলবার মৃদু কালবৈশাখীর সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, ‘আগামী ৭ মার্চ পর্যন্ত ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।’
আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।