শরীয়তপুরে কোয়ারেন্টিন না মানায় ২ ইতালিপ্রবাসীকে ৭৫ হাজার টাকা জরিমানা
শরীয়তপুরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে ঘোরাঘুরি করার দায়ে দুই ইতালিপ্রবাসীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করার দায়ে ইতালিপ্রবাসী সাগর মণ্ডলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ। অন্যদিকে নড়িয়ায় প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখে ইতালিপ্রবাসী রবিন সরদারকে (২৩) আটক করে নিয়ে যায় নড়িয়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাঁকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
সাগর মণ্ডল নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের শান্তি মণ্ডলের ছেলে। তিনি গত ১৪ মার্চ ইতালি থেকে দেশে ফিরে বাড়িতে না থেকে আত্মীয়ের বাড়ি প্রেমতলায় এলাকায় চলে আসেন।
রবিন সরদার একই গ্রামের মোখলেছ সরদারের ছেলে।
সদরের মো. মাহাবুর রহমান শেখ জানান, যেসব প্রবাসী সম্প্রতি দেশে এসেছেন, তাঁদের সরকারি নির্দেশে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। কিন্তু ১৪ দিন না থেকে ওই ইতালিপ্রবাসী বন্ধুদের সঙ্গে পালং উত্তরবাজার ও প্রেমতলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে, ১৪ দিন যেন হোম কোয়ারেন্টিনে থাকেন। এ সময় পালং মডেল থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার হোম কোয়ারেন্টিনে না থাকায় এক সৌদিপ্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে শরীয়তপুরে ২২৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন ৩৪ জনকে কোয়ারেন্টিনে দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে ২১ জনকে।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। গেল ১৪ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ৫৪ জনকে কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।