শরীয়তপুরে জ্বর-মাথাব্যথা নিয়ে হাসপাতালে নারীর মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালে জ্বর ও মাথাব্যথা নিয়ে ভর্তি হওয়া এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
মৃত নারীর নাম নিপা বেগম (৩৫)। তাঁর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর গ্রামে।
এদিকে করোনা প্রতিরোধে ওই নিহত নারীর সংস্পর্শে আসা চার পরিবারের সাত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সদর হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে জ্বর ও মাথাব্যথা নিয়ে ওই নারীকে সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওয়ার্ডে নেওয়ার পর তাঁর পালস না পেয়ে সেবিকারা চিকিৎসককে জানান। চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
করোনাভাইরাস আছে কি না, বিষয়টি নিশ্চিত হতে কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। টের পেয়ে ওই রোগীর স্বজনরা মৃতের মরদেহ নিয়ে পালিয়ে যায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ বলেন, ‘ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসি।’