শিবচরে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত
মাদারীপুরের শিবচর উপজেলায় বজ্রপাতে ইব্রাহিম বেপারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তাঁর বড় ভাই হুমায়ুন বেপারী (৬০)। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ইব্রাহিম বেপারী উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের পশ্চিম সন্ন্যাসীরচর গ্রামের সোলেম বেপারীর ছেলে। তিনি কৃষক ছিলেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ইব্রাহিম বেপারী তাঁর নিজ জমিতে বাদাম চাষ করছিলেন। কয়েকদিন ধরে ক্ষেত থেকে সেই বাদাম তুলে বাড়ির সামনের একটি ক্ষেতে শুকাতে দিচ্ছিলেন। এর মধ্যে গতকাল শনিবার তিনি ও তাঁর ভাই হুমায়ুন বেপারী বাদাম শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাতে দুই ভাই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম বেপারী মারা যান।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, সন্ন্যাসীরচরে বজ্রপাতে একজন মারা গেছেন। ওই সময় আহত অন্যজন এখন সুস্থ হয়েছেন।