শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব অব কাকরাইল। আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে তারা এ কম্বল বিতরণ করে।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কাকরাইল ডিস্ট্রিক্ট গভর্নর এম রুবাইয়াত হোসেন, যুবলীগের উপতথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।