শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/28/khokon.jpg)
দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন আজ মঙ্গলবার রাতে মারা গেছেন। ছবি : সংগৃহীত
দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এই জ্যেষ্ঠ সদস্য শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের কর্মকর্তা মাশহুদুল হক সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
পরে মাশহুদুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ দুপুরে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট হলে খোকন ভাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিউতে নেওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।’