শ্রীপুরে চিরনিদ্রায় শায়িত রহমত আলী
গাজীপুরের শ্রীপুরে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গাজীপুরের শ্রীপুর ভবন জামে মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় মুক্তিযোদ্ধা ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে।
গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ মো. রহমত আলী। গত রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোব ও সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ধানমন্ডির শংকর জামে মসজিদ, সায়েন্স ল্যাবরেটরির বায়তুল মামুর জামে মসজিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আজ মঙ্গলবার গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়াম, বাঘের বাজারের মুক্তিযোদ্ধা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেলে নিজ এলাকা শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ মাঠে সাবেক এই প্রতিমন্ত্রীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। কলেজ মাঠের এ জানাজায় অংশ নিতে দুপুর থেকে হাজারো মানুষ সেখানে জড়ো হন।
কলেজ মাঠে মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে বিজ্ঞানী জাহিদ হাসান তাপস। তিনি নামাজের আগে বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘একজন সন্তানের চাইতে বাবাকে কেউ খুব ভালভাবে চেনেন না। পরিবারের জন্য আমার বাবা যতটুকু সময় ব্যয় করতেন, তার চেয়ে অনেক বেশি সময় ব্যয় করতেন সাধারণ মানুষের জন্য।’ এ সময় তিনি তাঁর বাবার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চান।
গাজীপুরের জানাজায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা পরিষদের সদস্য আবুল খায়ের বিএসসি, জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাও. এস এম রুহুল আমীন, মরহুমের ছেলে জামিল হাসান দুর্জয় প্রমুখ অংশ নেন।
বিকেলে সর্বশেষ জানাজা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা রহমত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, ‘প্রয়াত নেতা শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর গাজীপুরের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি দেশপ্রেম, ভালবাসার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত রাজনীতি করে গেছেন।’
জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাও. এস এম রুহুল আমীন বলেন, ‘অ্যাডভোকেট রহমত আলী শুধু শ্রীপুর বা গাজীপুরের নয়, সারাদেশের একজন রাজনীতিক ছিলেন।’
জানাজার মাঠে মরহুমের একমাত্র কন্যা জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।