শ্রীবরদীতে হাতি রক্ষায় প্রতিবাদ সমাবেশ
হাতি রক্ষায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় সমাবেশ করেছে ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন। আজ শুক্রবার দুপুরে চৌরাস্তা মোড়ে সমাবেশ করে সংগঠনটি। গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচায় একটি হাতির মৃত্যু ঘটে।
কথিত আছে, বৈদ্যুতিক ফাঁদে আটকে হাতিটির মৃত্যু হয়। সেই হাতির মৃত্যুকে সামনে রেখে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন।
সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম কবির লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াইল্ড লাইফ রেসকিউ অ্যান্ড ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ, সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ।
শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী আলম রনির সঞ্চালনায় বক্তব্য দেন জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাসানুজ্জামান সজিব, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রাশেদুল ইসলাম রনি।
এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, হাতি হত্যা অপরাধ। তারা এর প্রতিকার চেয়ে বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।
এদিকে, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্যহাতির তাণ্ডবে দিশেহারা অবস্থায় জীবন যাপন করছে। প্রতিনিয়ত তাদের ঘরবাড়ি, শস্যক্ষেত, সবজি বাগান হাতের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত এক যুগে হাতির আক্রমণে নিহত হয়েছে প্রায় শখানেক মানুষ। অনেক এলাকা জনশূন্য হয়ে পড়েছে হাতির অত্যাচারে। মানুষ এর প্রতিকার চেয়ে আসলেও হাতি তাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি সরকারি কোনো দপ্তর। এর বিপরীতে হাতি রক্ষার এমন প্রচেষ্টাকে এলাকার মানুষ ভালো চোখে দেখেনি।
মালাকোচা এলাকর নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয়রা বলেছে, মানুষ যখন মারা যায়, ঘরবাড়ি, ক্ষেত-খামার বিনষ্ট হয় তখন এসব সংগঠনকে দেখা যায় না। এদের কাছে মানুষের জীবনের চেয়ের পশুর জীবনের দাম বেশি।