সকালে মারা যান নিজাম হাজারীর বড়ভাই, ঘণ্টার ব্যবধানে মায়েরও মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/24/nijam-hazari.jpg)
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বড়ভাই জসিম উদ্দিন হাজারী আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। এরপর ছেলের মৃত্যু খবর শুনে এক ঘণ্টার ব্যবধানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নিজাম হাজারীর মা দেল আফরোজ বেগম (৭৫)।
এক ঘণ্টার ব্যবধানে মা ও ভাইকে হারিয়ে শোকে বিহ্বল নিজাম হাজারী। ফেনীতে নেমেছে শোকের ছায়া। ফেনীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি খোড়া হচ্ছে দুটো কবর। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও কাউন্সিলর খোকন হাজারী।
খোকন হাজারী জানান, গতকাল শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে জসিম উদ্দিন হাজারীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
খোকন হাজারী আরো জানান, ছেলের মৃত্যুর সংবাদ শুনে নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগমও ঢাকায় তাঁর মেয়ের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ রোববার বিকেলে জানাজা শেষে ফেনীর পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে দাফন করার কথা রয়েছে।