সচিব পরিচয়ে প্রতারণা : স্ত্রী-কন্যাসহ পুলিশে সোপর্দ
অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা, অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে খাগড়াছড়িতে স্ত্রী-কন্যাসহ এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের এনডিসি উজ্জ্বল কুমার হাওলাদার।
অভিযুক্তরা হলেন মো. জগলুল ফারুক সিফাত (৩০), তাঁর স্ত্রীর (২৫) ও শিশুকন্যা (২)। জগলুরের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে জেলা প্রশাসন থেকে খবর পেয়ে মো. জগলুল ফারুক সিফাতকে স্ত্রী ও কন্যাসহ খাগড়াছড়ি থানায় নিয়ে আসা হয়।
এনডিসি উজ্জ্বল কুমার হাওলাদার জানান, এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।