সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে তাদের উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে খবর আসে যে পশ্চিম সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনী ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে মুক্তিপণের জন্য তাদের গোপন আস্তানায় জিম্মি করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্ট গার্ডের একটি যৌথ দল সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে বনের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকা থেকে অপহরণের শিকার ৬ জন নারীসহ মোট ৩৩ জন জেলে এবং তাদের ১৬টি নৌকা উদ্ধার করতে সক্ষম হন।
কোস্ট গার্ড আরও জানায়, উদ্ধারকৃত জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেই সময় করিম শরীফ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে এবং জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
সিয়াম-উল-হক জানান, উদ্ধারের পর গতকাল রাতেই জেলেদের কোস্ট গার্ডের কয়রা স্টেশনে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। উদ্ধারকৃত বোটসহ জেলেদের আজ দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।