সজীব ওয়াজেদকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/22/22-12-22-sajeeb-wazed-joy-1.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সজীব ওয়াজেদ জয়ের হাতে ফুলের তোড়া দিয়ে সম্মেলনে আমন্ত্রণ জানান। ছবি : ফোকাস বাংলা
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরুর আগে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সজীব ওয়াজেদ জয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ সময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।