সন্তানদের জন্য চিপস কিনতে গিয়ে গণধর্ষণের শিকার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/13/bhola-rape-photo.jpg)
ভোলার দৌলতখান উপজেলায় হালিমা খাতুন কলেজ ক্যাম্পাসে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ধর্ষণের শিকার ওই নারী একটি বেসরকারি ক্লিনিকের কর্মচারী। তাঁর দুই সন্তান রয়েছে।
ভুক্তভোগীর বরাত দিয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, ওই নারী রাত ৯টার দিকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ওই সময় সন্তানদের জন্য বিস্কুট ও চিপস কিনতে হালিমা খাতুন কলেজের সামনে গিয়ে নামেন তিনি। এ সময় দুই যুবক ওই নারীকে কথা আছে বলে কলেজের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে অটোরিকশাচালক ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।