সব শিল্পপ্রতিষ্ঠান নির্দিষ্ট এলাকায় নেওয়ার পরিকল্পনা হচ্ছে : প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘দেশের সব শিল্পপ্রতিষ্ঠান নির্দিষ্ট এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিল্পনীতি সঠিকভাবে তৈরি করতে হবে। এ শিল্পনীতির মাধ্যমেই দেশের শিল্পের বিকাশ হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘স্টিল বিল্ডিং নির্মাণে ব্যাংক সুদ যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে নজর দেওয়া হবে। যন্ত্রপাতি আনার ক্ষেত্রে ট্যাক্স ও ডিউটি ড্রপ কমানোর কাজ করা হবে। দেশে কোনো যন্ত্রপাতি উৎপাদন করা হলে বিদেশ থেকে না আনার জন্য উৎসাহিত করা হবে।’
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরে শ্রীপুরের মাওনা প্রধানবাড়ি এলাকায় স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেড পরিদর্শনে এসে এক সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসব কথা বলেন।
স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. রেজওয়ানুল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. রেজওয়ানুল মামুন বলেন, ‘দেশে ছোট-বড় প্রায় ২০০টি স্টিল বিল্ডিং কোম্পানি রয়েছে। যাদের পূর্ণ সক্ষমতা রয়েছে স্টিল বিল্ডিং তৈরিতে। কিন্তু সেসব প্রতিষ্ঠানকে টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় না। দেশে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। স্টিল বিল্ডিং নির্মাণে বাংলাদেশে উন্নত দেশীয় প্রযুক্তি ও দক্ষ শ্রমিক রয়েছে। তাদের দিয়ে উৎপাদিত বিল্ডিংপণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। এ পর্যন্ত দেশে ৯৫০টির বেশি প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এদেশীয় কোম্পানিগুলো।
ইঞ্জিনিয়ার মো. রেজওয়ানুল মামুন আরো বলেন, ‘এ দেশের কোম্পানিগুলো বিল্ডিং তৈরির কাঁচামাল বাইরে থেকে আমদানি করছে। এতে তারা ২৭ থেকে ৬১ পার্সেন্ট কাস্টমস ডিউটি (শুল্ক) দিয়ে থাকে। কিন্তু বিদেশি স্টিল বিল্ডিং নির্মাণ কোম্পানিগুলোকে মাত্র এক পার্সেন্ট কাস্টমস ডিউটি দিতে হয়। এ ছাড়া বাংলাদেশের কোম্পানিগুলোকে টেন্ডারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। সারা বিশ্বে প্রথম শ্রেণির সাতটি গ্রিন বিল্ডিং কোম্পানির মধ্যে ছয়টি হলো এ দেশীয়।’
এর আগে প্রতিমন্ত্রী স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের উৎপাদিত পণ্য ঘুরে দেখেন।