সব সেক্টরেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে : সংসদে হারুন
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, ‘বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই, যেখানে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি।’
আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের মেয়াদ প্রায় ১৫ বছর হতে যাচ্ছে। বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। স্বাস্থ্য বিভাগ বলেন আর মন্ত্রণালয় বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে পিএসসি বলেন, সর্বক্ষেত্রে প্রশ্ন ফাঁস ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময় দিনাজপুরে এসএসসির পরীক্ষার সময় পাঁচটা বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং শিক্ষা সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, যারা রক্ষক তারাই ভক্ষক।
তিনি বলেন, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো শক্তিশালী করার জন্য দক্ষ জনবল নিয়োগের কোনো বিকল্প নেই, এটা অপরিহার্য। বরং দেখছি এসব প্রতিষ্ঠান সকল ধরনের যাচাই-বাছাই ও ভ্যারিফিকেশন করে ভিন্নমতের লোকদের বিদায় করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উচ্চআদালতে মামলাও করা হয়েছে, কিন্তু আইনের বিষয়ে কোনো প্রতিকার আনা হয়নি।
কিছুদিন আগে তথ্য সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। আমি শুনলাম, তথ্য সচিব আল্লাহকে যতটুকু স্মরণ না করেন তার থেকে বেশি বঙ্গবন্ধুকে স্মরণ করেন।