সরে গেছে লঘুচাপ, বন্দরে নেমেছে সংকেত
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে দেশের সমুদ্রবন্দরে থাকা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোনো বিপদের আশঙ্কা না থাকায় আগামীকাল থেকে জেলেরাও নামতে পারবেন সমুদ্রে।
আজ বুধবার রাত সোয়া ৮টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়ের আবহাওয়াবিদ ওমর ফারুক এনটিভি অনলাইনকে বলেন, ‘সমুদ্রে থাকা সুস্পষ্ট লঘুচাপটি সরে স্থলভাগে উঠে দুর্বল হয়ে গেছে। এটি এখন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে। অনেক সময় লঘুচাপ স্থলভাগে থাকলেও কাছাকাছি হলে সতর্ক সংকেত বহাল রাখা হয়। এটি যেহেতু আমাদের থেকে অনেক দূরে তাই কোনো বিপদের শঙ্কা নেই।’
এ কারণেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি আরও বলেন, ‘লঘুচাপের কারণে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। আজ বুধবার বিকেলে ৬টার সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে সেই সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’
আজকে সন্ধ্যায় আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এরপর এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও টট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।