সহযোগী সংগঠনে নেতৃত্বে পরিবর্তন হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহযোগী সংগঠনের বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্বে পরিবর্তন হবে। যারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য বিতর্কিত তাদেরকে নেতৃত্বে আনা হবে না। কিছু বিতর্কিত লোকজন সংগঠনে প্রবেশ করেছে, তাদের নেতৃত্ব আনা হবে না। এটা আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ।’
আজ সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। আগামী বুধবার ৬ নভেম্বর সেখানে কৃষক লীগের সম্মেলন হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন, ‘নতুন নেতৃত্ব আসবে, তবে পুরাতনদেরও দরকার। দলের জন্য অভিজ্ঞতাসম্পন্ন ও এনার্জি আছে তাদেরও লাগবে। তবে নতুন ও পুরাতনের সমন্বয় কমিটি গঠন করা হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীর (আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা) নির্দেশে আমি জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমণ্ডি ৩২ নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানকে ডেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশনা জানিয়ে দিয়েছি। ১৫ ডিসেম্বরের আগেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ১২-১৩ তারিখে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ সহযোগী সংগঠনের নেতারা।