সাংবাদিক আসলামের মৃত্যুতে আইজিপি ও ক্র্যাবের শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/08/jarnalist-aslam.jpg)
দৈনিক ভোরের কাগজের অপরাধবিষয়ক প্রতিবেদক আসলাম রহমানের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান বলেও শোকবার্তায় জানানো হয়।
শোকবার্তায় আইজিপি বলেন, ‘আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। তাঁর সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। আসলাম রহমানের অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম।’
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে মারা যান বলে আসলাম রহমান। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বেশ কয়েকদিন ধরে বাসায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উগসর্গে ভুগছিলেন। গত সোমবার তিনি করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ জানিয়েছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আসলামকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্র্যাবের শোক প্রকাশ
সাংবাদিক আসলাম বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।