সাংবাদিক রিয়াজ উদ্দিন ছিলেন মুক্তচিন্তার মানুষ : বিএনপি
একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি।
আজ শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় এই শোকপ্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন মনেপ্রাণে একজন সাংবাদিক, স্পষ্টভাষী ও মুক্তচিন্তার মানুষ। তিনি চিন্তা ও লেখনীর স্বাধীনতায় গভীরভাবে বিশ্বাস করতেন। সাংবাদিকতায় তাঁর ছিল গৌরবময় অবদান। কলামসৈনিক হিসেবে তিনি দেশ ও সমাজে নানা অসংগতি নিপুণভাবে তুলে ধরেছিলেন।’
বিএনপির মহাসচিব বলেন, রিয়াজ উদ্দিন আহমেদ একজন খ্যাতিমান সাংবাদিক নেতা হিসেবে সাংবাদিক সমাজের স্বার্থের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। এ বরেণ্য সাংবাদিকের মৃত্যুতে সংবাদপত্রের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। তাঁর মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
শোকবার্তায় মির্জা ফখরুল সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আজ দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।