সাংসদ হাবিবুর রহমান মোল্লা আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/06/habibur-rahman-mollah.jpg)
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা আর নেই। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই বাবুল মোল্লা।
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্য শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাংসদ হাবিবুর রহমান মোল্লার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে আজই তাঁকে ঢাকার মাতুয়াইল কবরস্থানে দাফন করা হবে জানিয়েছেন বাবুল মোল্লা।
সাংসদ হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, হাবিবুর রহমান মোল্লা ছিলেন গণমানুষের নেতা। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হওয়ার নয়। রাষ্ট্রপতি মরহুম হাবিবুর রহমান মোল্লার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইভাবে হাবিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এক শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম হাবিবুর রহমান মোল্লার অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন।
এ ছাড়া হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।