সাতক্ষীরার সাবেক সাংসদ এম এ জব্বার আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/07/satkhira-ma-jabbar-photo.jpg)
সাতক্ষীরা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ জব্বার। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ জব্বার আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
কয়েক বছর আগে স্ট্রোক করার পর থেকেই অসুস্থ ছিলেন এম এ জব্বার।
সাবেক এ সাংসদ মহাজোটের প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসনে নির্বাচন করে জয়লাভ করেন এবং তিনিই প্রথম সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উৎখাতে এগিয়ে আসেন। ঢাকার জব্বার টাওয়ার ও হোটেল সুন্দরবনসহ বহু ভবনের মালিক তিনি। এ ছাড়া সাতক্ষীরা সিটি কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন জব্বার। বিভিন্ন স্কুল-কলেজ ও রাস্তাঘাট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।