সাতক্ষীরায় আইনজীবী লাঞ্ছিতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
সাতক্ষীরা জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলার ভার্চুয়ালি শুনানি চলাকালে দুই আইনজীবীর মধ্যে বাদানুবাদের জেরে এক আইনজীবী নিজ চেম্বারে লাঞ্ছিত হয়েছেন। গত সোমবারের এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই সদস্য সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ ও সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা আইনজীবী ঐক্য পরিষদ নেতারা।
অপরদিকে, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের নেতৃত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে ঐক্য পরিষদ সমাবেশ, অপরদিকে সাবেক সভাপতির অনুসারীরা একটি মানববন্ধন করে।
আজ দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দ্বিতল ভবনে ঐক্য পরিষদের আহ্বায়ক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স ম সালাহউদ্দিনের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অ্যাডভোকেট শাহ আলমের অগঠনতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, তিনি (শাহ আলম) দীর্ঘদিন ধরে সভাপতি থাকার সুযোগ নিয়ে যাতা ব্যবহার, অর্থনৈতিক অস্বচ্ছতা এমনকি অপ্রীতিকর ঘটনায়ও অংশ নিয়েছেন। এর ফলে সাধারণ আইনজীবীরা তাঁর ওপর ক্ষুব্ধ ।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট এস এম হায়দর, সাবেক পিপি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, জিপি অ্যাডভোকেট শম্ভুনাথ সিংহ, ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ, পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অ্যাডভোকেট শেখ আব্দুস সামাদ, অ্যাডভোকেট এখলাস আলী বাচ্চু, অ্যাডভোকেট শেখ নিজামউদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট সেলিনা খাতুন শেলী, অ্যাডভোকেট শাহনাজ পারভিন মিলি, অ্যাডভোকেট এ বি এম সেলিম, অ্যাডভোকেট ওকালত আলী, অ্যাডভোকেট নুরুল আমিন প্রমুখ।
তারা জানান, গত ২৬ এপ্রিল একটি ধর্ষণ মামলার ভার্চুয়াল শুনানিকালে জেলা জজ আদালতে সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফকে লক্ষ্য করে কটূক্তি করেন। এসব বিষয়ে জানতে গেলে তিনি আইনজীবীদের ওপর চড়াও হন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে।
অভিযোগ করে তারা আরও বলেন, অ্যাডভোকেট শাহ আলমের অনুসারীরা কয়েকজন সিনিয়র আইনজীবীর নামফলক ভেঙে পদদলিত করে। এসব নিয়ে অ্যাডভোকেট আব্দুল লতিফ সাতক্ষীরা থানায় অ্যাডভোকেট শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। তারা এই মামলায় তাঁকে গ্রেপ্তারের দাবিও জানান।
তারা থানায় দেওয়া অ্যাডভোকেট শাহ আলমের অভিযোগ মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে, অ্যাডভোকেট শাহ আলম তাঁর কয়েকজন অনুসারীকে নিয়ে আইনজীবী সমিতি চত্বরে একটি মানববন্ধন করে তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফসহ ১৮ জনকে বিবাদী করে দ্রুতবিচার আইনে একটি মামলা করেছেন। বিচারক এই মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।