সাতক্ষীরায় করোনায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার ৫০
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনাভাইরাসে মারা গেছে। এ ছাড়া তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭০ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ। অপরদিকে সাতক্ষীরার ২৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল, প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে থেকে ৭৭৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য তৃতীয় দফার লকডাউন চলছে।
উল্লেখ্য, সাতক্ষীরায় চলমান লকডাউনের তৃতীয় সপ্তাহের দ্বিতীয় দিন আজ রোববারও ছিল ঢিলেঢালা ভাব। কিছু কিছু লোক মাস্ক পরা থাকলেও তারা সামাজিক দূরত্ব না মেনেই চলাফেরা করছে। শহরে ছোট ছোট যানবাহন চলাচল এবং হাটবাজার খোলা রয়েছে।