সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলায় একটি আমগাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গড়েরকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩২)। তিনি সদর উপজেলার গড়েরকান্দার মো. ওবায়দুল্লাহর স্ত্রী এবং কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, একটি আমগাছে ওড়নায় ফাঁস লাগানো তাঁর লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আরও জানান, স্বামী ওবায়দুল্লাহর সঙ্গে জেসমিন আরার বিভিন্ন কারণে ঝগড়াঝাটি হতো। বুধবার রাতে বিল থেকে কেটে আনা ধান বাড়িতে মাড়াই করার সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়। আজ সকালে তাঁর লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।