সাতক্ষীরায় দুই শিশু সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় লাঙলঝাড়া গ্রামে দুই শিশু সন্তানসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন লাঙলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) ও তাঁর দুই শিশু সন্তান মাহফুজ (৯) ও মোহনা (৫)। পুলিশের ধারণা দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গৃহবধূর স্বামী শিমুল হোসেন একজন ট্রাক্টর চালক। তিনি থাকেন বাগেরহাটে। এ সম্পর্কে তাঁর কিছুই জানা নেই। তবে খবর পেয়ে তিনি বাড়িতে এসেছেন।
ওসি আরও জানান, শবে বরাতের আগের দিন ওই গৃহবধূর শিশুকন্যা মোহনাকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের যুবক হৃদয় হোসেন ডেকে নিয়ে যৌন হয়রানি করে। এ ঘটনার পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন। চেয়ারম্যান নুরুল ইসলাম বিষয়টি নিষ্পত্তি না করায় ক্ষোভ বাড়তে থাকে। এরই এক পর্যায়ে একই বাড়িতে তিনজনের লাশ উদ্ধার করা হলো।
ওসি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্টের পর এটি হত্যা না অন্য কিছু তার রহস্য উদঘাটন করা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।