সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, পুড়ে গেছে বাড়ি-গাছপালা
সাতক্ষীরা সদর ও তালা উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে ও তালা উপজেলার নগরঘাটা গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া বজ্রপাতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বাড়ি ও গাছপালা পুড়ে গেছে বলেও জানা গেছে।
বজ্রপাতে মৃত দুজন হলেন সদরের চৌবাড়িয়া গ্রামের রাবেয়া খাতুন (২২) ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের কিশোর মণ্ডল (৩৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ও পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোর্শেদ এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, সদরের চৌবাড়িয়া গ্রামে বজ্রপাতের সময় বাড়ির বারান্দায় বসে ছিলেন রাবেয়া। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, তালা উপজেলার নগরঘাটা গ্রামে নিজের মাছের ঘেরে থাকাকালে বজ্রপাতে প্রাণ হারান কিশোর মণ্ডল। ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বজ্রপাতে জেলার দেবহাটা, খড়িবিলাসহ বিভিন্ন স্থানে কয়েকটি বাড়ি, দোকান ও গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।