সাতক্ষীরায় ভোট শুরুর আগে ‘৩০টি ককটেলসহ’ আটক ২
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে দুটি শাটারগান ও ৩০টি ককটেলসহ আবু মূসা ও আবদুল মজিদ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দাবি করছে র্যাব।
ইউনিয়নের চাচাই গ্রাম থেকে আজ রোববার ভোরে তাঁদের আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, আটক করা ব্যক্তিরা ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন।
র্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, আজ ভোরে কালিগঞ্জ উপজেলার চাচাই গ্রাম থেকে দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি শাটারগান ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়। তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছিলেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।