সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমদ আর নেই
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও আইনজীবী আফসার উদ্দিন আহমদ খান মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আফসার উদ্দিন আহমদ খানের মৃত্যুর খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রুহুল কুদ্দুস কাজল বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় বার্ধক্যজনিত সমস্যায় মারা যান আফসার উদ্দিন। আজ বুধবার ঢাকা আইনজীবী সমিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তবে, কখন ও কোথায় মরহুমের দাফন সম্পন্ন হবে, তা এখনও জানা যায়নি।
আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য আফসার উদ্দিন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ সালের ২৩ জুন তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। ছয় মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন তিনি।