সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/18/kashem.jpg)
মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন আবুল কাশেম। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মরহুমের জানাজা আজ শনিবার বাদ আসর কুমিল্লা সদরের পালপাড়া গ্রামে মরহুম আবুল কাশেমের বাবা-মায়ের নামে মরহুমের প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুলমাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।