সাভারের আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ঘটনায় কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানায়, স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা আজ দুপুর ১২টার দিকে ঈদ বোনাস ও বাড়তি ঈদের ছুটির জন্য উৎপাদন বন্ধ রেখে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা অবরোধ করে রাখে।
এ সময় শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়।
সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়কে চলাচলরত ও কারখানাটির প্রায় ১০টিরও বেশি গাড়ি ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। বর্তমানে কারখানাটির সামনে থমথমে অবস্থা বিরাজ করছে।
আন্দোলনরত শ্রমিকরা চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।