সাভারে চালের বাজারে অভিযান, দুটি আড়তকে জরিমানা
সাভারে চালের বড় পাইকারি বাজার নামাবাজারে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগে দুটি চালের আড়তকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সময়ে বেশ কিছু আড়তদার তাদের দোকান বন্ধ করে বাজার থেকে সটকে পড়েন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা দুটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। অভিযানে সহযোগিতা করেন সাভার উপজেলা খাদ্য বিভাগ ও সাভার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান জানান, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সাভারের সর্ববৃহৎ বাজার নামা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি চালের আড়তে বেশ কিছু অনিয়ম পাওয়ায় একটিতে ১০ হাজার এবং অপরটিতে ২০ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু আড়তদারকে সতর্ক করা হয়। সেই সাথে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।