সাভারে টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ স্ত্রীসহ পাঁচ যুবকের বিরুদ্ধে
সাভারে মুখে বিষ ঢেলে জোরপূর্বক এক টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ পাঁচ যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত টাইলস মিস্ত্রির নাম ওয়ালিদ (৩৫)। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে স্ত্রী নিশুকে নিয়ে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ আরও জানায়, গত ১৮ সেপ্টেম্বর ওয়ালিদ মিয়াকে কৌশলে একটি গোলাপ বাগানে নিয়ে স্ত্রী নিশুসহ পাঁচ যুবক মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে তিনি অজ্ঞান হয়ে গেলে কৌশলে তাকে নবাবগঞ্জে একটি বাড়িতে নিয়ে যায় তারা। সেখানে তার অবস্থার অবনতি হলে ২২ সেপ্টেম্বর তাকে চিকিৎসার জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা। পরে ওয়ালিদের ভাই ওয়াসিম খবর পেয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাতেই তিনি মারা যান। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশের সুরতহাল করেছে।
এ ঘটনায় গতকাল রাতেই স্ত্রী নিশুসহ পাঁচ যুবককে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত ওয়ালিদের ভাই ওয়াসিম। মামলার পরই হত্যাকারীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, ওই টাইলস মিস্ত্রিকে কী কারণে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।